এখানকার লেখাগুলো আমার। কিছু অন্যের লেখাও আছে যেগুলোকে ভিন্ন আঙ্গিকে নিজের করে নিয়েছি, কিছু বাঙলা করেছি ইংরেজি থেকে। কার দায় পড়েছে আরেকজনের ব্যক্তিগত পরিসরে এসে এসব পড়ার? কেউ এসে পড়বে সে জন্য এসব লেখা হয়নি। বলা চলে এটা একেবারে অন্য রকম এক উদ্দেশ্য নিয়ে তৈরি। আরেক উদ্দেশ্য হলো নিজের লেখাগুলোকে এক জায়গায় রাখা। এখানে রয়েছে কিছু ফিচার, ফিকশন, ভ্রমণ ও কবিতা। মন ও দেহ নিয়ে নিজের কিছু বোঝাপড়া, কিছু কারিগরি জ্ঞান, যা লিখে রেখেছি নিজের সুবিধার জন্যই। আর আছে সংস্কৃতি নিয়ে নিজের কিছু পড়াশোনা। সেসব লিখে রেখেছি অভিজ্ঞতা হিসেবে।